শহীদদের স্মরনে মুরাদনগরে আলোর মিছিল

গণহত্যা দিবস উপলক্ষে কুমিলার মুরাদনগর উপজেলা পরিষদে ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় আলোর মিছিল করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুলাহ হারুন এফসিএ।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, মুরাদনগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, কুমিলা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ হোসেন আউয়াল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম কিশোর, কুমিলা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল আলম সাধন, কুমিল্লা উঃ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত প্রমুখ।

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহ স্মৃতি উপস্থিত সকলের সামনে তুলে ধরে আবেগজড়িত কণ্ঠে ইউসুফ আবদুলাহ হারুন এমপি বলেন, বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে ২৫ মার্চ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, তা বিশ্বের সকল গণমাধ্যমেই গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল। এ ধরনের ঘটনা ইতিহাসে বিরল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর