নরসিংদীতে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রায় অগ্রসরমান বাংলাদেশকে ২০৩০ ও ২০৪১ সালের মধ্যে মডেল ও স্মার্ট রাষ্ট্রে রুপান্তরের জন্য সর্বস্তরের জনগণের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক ২ দিন ব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) সকালে নরসিংদীর শিল্পকলা একাডেমি চত্ত্বরে শান্তির প্রতীক পায়রা ও রং-বেরঙের বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আব্দুল আল জাকী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা সেক্টর কমান্ডার৭১ বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আরমান সরকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ বলেন, অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রায় অগ্রসরমান বাংলাদেশকে আগামী ২০৩০ সালে মডেল এসডিজি রাষ্ট্র ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং জেলার সর্বস্তরের অংশীজনের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক জীবনকে সহজ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন।

তিনি আরও বলেন, এতে করে সর্বস্তরের জনসাধারণ ডিজিটাল মাধ্যমে সেবা ভোগ করবে। মেলায় ৪টি ভাগে বিভক্ত করে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা ও শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নামে প্যাভিলিয়ন সাজানো হয়েছে।

এ ছাড়াও মেলায় আসা শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে আসা ভ্রাম্যমাণ মহাকাশ জাদুঘর, মিউজুবাস ও ৪-ডি ম্যুবিবাস, ড্রোন শো ও রোবট শো, বিজ্ঞানভিত্তিক লাইব্রেরি, মেলা প্রাঙ্গণে ফ্রী ওয়াইফাই এবং সরাসরি ডিজিটাল কুইজ প্রতিযোগিতার অংশগ্রহনের সুযোগ রয়েছে বলে তিনি জানান।

রেজাউল/বার্তাবাজার/এইচ এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর