ফাইনাল পুরোটা খেলতে পারলেন না আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদিকে। ম্যাচের ১৫.১ ওভারের সময় বল করতে গিয়ে তীব্র চোট অনুভূত হয় তার। আফ্রিদির ইনজুরির সর্বশেষ অবস্থা এখনো জানা যায় নি। তবে চোটের পর আর মাঠে ফিরতে পারেননি তারকা এই পেসার।

ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের ক্যাচ লুফে নিতে গিয়েই মূলত পায়ে ব্যাথার শিকার হন আফ্রিদি। এরপরে কিছুক্ষণ মাঠের সাইডলাইনে বিশ্রাম নেন তারকা এ পেসার। বিশ্রাম শেষে আবারো বল হাতে মাঠে ফিরেন তিনি। নতুন করে মাঠে ফিরে মাত্র এক বল করার পরেই আর ব্যাথার কারণে বল করতে না পেরে মাঠ ছাড়েন তিনি।

মাঠে শাহীনের অনুপস্থিতি অবশ্য বেশ ভুগিয়েছে পাকিস্তানকে। কারণ তার পরিবর্তে বল করে এসে ওই ওভারে্র ৫ বলে ১৩ রান দিয়ে ফেলেন ইফতিখার আহমেদ। তাতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাবর আজমের দল।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর