চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ সাইফুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের বিজনেস ক্লাস ৪জে সিটের নিচ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

এ ব্যাপারে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোস্তাফিজ/বার্তাবাজার/এইচ এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর