বিশ্ব ‘সিঙ্গেলস ডে’ আজ

প্রেমিক যুগলদের জন্য ভালবাসার মুহূর্ত উপভোগ-উদযাপনের জন্য রয়েছেন বিশ্ব ভালবাসা দিবস। আর সিঙ্গেলরা অনেকটা অনিচ্ছাকৃতভাবেই দিনটি এড়িয়ে চলেন। কারণ, ভালবাসা দিবসের দিনটি তাদের জন্য অত্যন্ত বিরক্তিকর। তবে এসব দিবসের ভিড়ে সিঙ্গেলদের জন্যও রয়েছে বিশেষ দিবস।

আর সেই দিবসটি আজ। কারণ, সারা বিশ্বে ১১ নভেম্বর, ‘সিঙ্গেলস ডে’ হিসেবে পালিত হয়। আর আপনি সিঙ্গেল হয়ে থাকলে, দিনটি শুধুই আপনার।

জানা গেছে, ১৯৯০ সাল থেকে এ দিবসটি পালন করা হয়। দিবসটির যাত্রা শুরু চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় থেকেই এগার-এগার অর্থাৎ ইলেভেন-ইলেভেন তারিখটি ‘সিঙ্গেলস ডে’ হিসেবে পালিত হচ্ছে।

ওই সময়ে বিশ্ববিদ্যালয়টির মিংকাওউঝু ছাত্রাবাসের চার বন্ধু আলোচনা করেন, তারা কীভাবে তাদের সিঙ্গেল থাকার একঘেয়েমি দূর করতে পারেন। এরপর তারা একটি অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন। আর দিনটি হলো ১১ নভেম্বর। এদিন সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ-তরুণী যোগ দেন।

‘সিঙ্গেলস ডে’-তে রীতি অনুযায়ী চিনের সিঙ্গেল তরুণ-তরুণীরা নিজেরাই নিজেদের জন্য উপহার কেনেন। তবে দিবসটি এখন চিনে সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়েই পালিত হচ্ছে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর