কলাপাড়ায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের পুষ্টি বিষয়ক নিয়ে গোলটেবিল বৈঠক

২৫ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লারের মিলনায়তনে সোমবার সকাল ১০টায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের উদ্যোগে পুষ্টি বিষয়ক নিয়ে সাংবাদিকদের এক গোলটেবিল বৈঠকে এ পরিসংখ্যান তুলে ধরেন উন্নয়ন সংস্থা সুশীলন।

ধুলাসার ইউনিয়নে মোট পরিবার তিন হাজার ৯৬৫টি। এ ইউনিয়নে খোলা পায়খানা ব্যবহার করছে ৩৮০ পরিবার। মিঠাগঞ্জ ইউনিয়নে দুই হাজার ৫৮৫ পরিবার। খোলা পায়খানা ব্যবহার করছে ২১৬ পরিবার। সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের উদ্যেগে পুষ্টি বিষয়ক সাংবাদিকদের নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ পরিসংখ্যান তুলে ধরেন উন্নয়ন সংস্থা সুশীলন।

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এ এম ওহিদুজ্জামান, বিজনেস প্রমোশন অফিসার এম এ জলিল শেখ, বেবি ওয়াশ অফিসার তানবিন জাহান, প্রবীন সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবির।

আলোচনা করেন সাংবাদিক জীবন কুমার মন্ডল. মো. বশির উদ্দিন বিশ্বাস,মো. এনামুল হক, এসএম মোশারফ হোসেন মিন্টু, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু, সুজন মৃধা প্রমুখ।

বৈঠকে আগামী ২০২০ সালের মধ্যে ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের কর্মএলাকা ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নকে “হেলদি গ্রাম” ঘোষনা করা হবে বলে সাংবাদিকদের জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর