তাড়াইলে নিরাপদ খাদ্য নিশ্চিত বিষয়ক পরামর্শ প্রদান

কিশোরগঞ্জের তাড়াইলে নিরাপদ খাদ্য নিশ্চিত বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

রবিবার(৬নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নিতে আগত রোগীদের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিত বিষয়ক পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকার, স্যাকমো রাশিদুজ্জামান প্রমুখ।

ডা.আলমাছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দশনা বাস্তবায়নে সবাইকে নিজ বাড়ির আঙ্গিনায় শাক-সবজি চাষ, ফলের গাছ লাগানো এবং হাঁসমুরগি, গরুছাগল পালন করার কথা বলেন।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাঁচটি ধাপ মনে রাখতে হবে। যেমন,পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা, খাদ্যদ্রব্য মজুদ ও সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবহার করার উপদেশ দেন এবং স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে গুরুত্বআরোপ করেন।

মধু/বার্তাবাজার/এইচ এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর