হাতিয়ায় কেমিস্ট্স এন্ড ড্রাগিস্ট্সদের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘বাংলাদেশ কেমিস্ট্স এন্ড ড্রাগিস্ট্স সমিতি’ হাতিয়া শাখার উদ্যোগে এন্টিমাইক্রোবায়াল রেজিস্টান্স, নকল, ভেজাল, আনরেজিস্টার, মেয়াদোত্তীর্ণ মেডিসিন বিক্রয় রোধে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে সুপার মার্কেটের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫শতাধিক ফার্মেসী মালিক উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি শহীদ উল্যা সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।

বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আহসান উল্যা, সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামরুল ইসলাম, জেলা বিসিডিএস এর সম্মানিত সদস্য মো: আলা উদ্দিন ও বাংলাদেশ কেমিস্ট্স এন্ড ড্রাগিস্ট্স সমিতি হাতিয়া শাখার সাধারণ সম্পাদক মো: সুমন।

সভায় বক্তারা হাতিয়ার বিভিন্ন বাজারে ঔষধ ব্যবসায়ী ও ফার্মেসী মালিকদের মেয়দ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করা সহ নিবন্ধন নেই এমন ধরনরে কোম্পানীর ঔষধ বিক্রি না করার জন্য আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি হাতিয়াতে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আজকের পরে কারো দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা করা হবে।

রাসেল/বার্তাবাজার/এইচ এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর