অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবিাদিক রোজিনা ইসলামকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদন গত ৪ জুলাই দেয়া হলেও প্রকাশিত হয়েছে আজ (২৬ অক্টোবর)।

প্রতিবেদনে বলা হয়েছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলার অভিযোগ সত্যি ছিলো না বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। এই প্রতিবেদন গ্রহণ করলে মামলা থেকে সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দেবেন আদালত।

এর আগে, ২০২১ সালের ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর