দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনার সুযোগ নেই

আন্দোলন দমাতে পুলিশ দিয়ে নেতাকর্মীদের তথ্য সংগ্রহ অসাংবিধানিক, অবৈধ এবং বেআইনি- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ- সরকার চায় না বিরোধীদল নির্বাচনে আসুক, চায় ফাঁকা মাঠে গোল দিয়ে আবার ওয়াকওভার নিতে। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আলোচনার সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল।

গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ হেড কোয়াটার্সের বিশেষ শাখা থেকে সারাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহের জন্য। রাঙ্গামাটির পুলিশ সুপারের এমন নির্দেশনা স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এ ধরনের কাজে বিরত থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান মির্জা ফখরুল।

বিরোধীদল নির্বাচনে না গেলে কিছু করার নেই, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর