বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : নজরুল

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং বিরোধীদল কেউ নির্বাচনে যাবে না। সে দাবি আদায় করতে বিএনপি আন্দোলন করছে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। আমরা এ সরকারের বিদায় চাই।

তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সেই নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সরকার কায়েম করতে চাই।

বিএনপির এই নেতা বলেন, এ সরকার চায় যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে। তারা চায় লুটপাট করে নিজেদের ভাগ্য বদল করতে। এ সরকার জনগণের সরকার নয়।

নজরুল ইসলাম খান বলেন, যে সরকার মানুষের কষ্টের সমাধান না করে মানুষের বুকে গুলি চালায় সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই সরকারকে আমরা মানি না।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের কাজ। সেটা করতে পারলে মানুষের কষ্ট দূর হবে, বন্ধ হবে গুম-খুন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর