সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাঁধা দেবে না। কারণ জনগণের আস্থা আমাদের ওপর আছে। যদি সত্য মনে না হয়, সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং, সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সুষ্ঠু নির্বাচন বিএনপি কেন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের মানুষও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব দলের।

মন্ত্রী বলেন, যেসব দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে। আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে তারা নির্বাচনের আইনের আওতায় করবে এবং আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।

বিদ্যুতের গ্রিড বিপর্যয় বিষয়ে তিনি বলেন, এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটতেই পারে। শ্রেষ্ঠ বিমানও মাটিতে পড়তে পারে। দুর্ঘটনা ঘটে গেছে। এখন তো নেই, সমাধান হয়ে গেছে। ভালো জিনিস দেখা দরকার। খুত খুত করে শুধু মন্দ খোঁজা ভালো কাজ না।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর