দুর্গাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হাজং শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হাজং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে প্রিজম হাজংয়ের সঞ্চালয়নায় অন্তর হাজংয়ের সভাপতিত্বে শ্যাম নগর হরিমন্দিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত স্বপ্নীল হাজং, নিউটন হাজং ও শ্রীবণ হাজংকে সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামনগর হাজং গাঁও মোড়ল সুবিন্দ্র হাজং,ঢাকা মহানগর হাজং কল্যাণ সমিতির সভাপতি রূপম হাজং, দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স প্রভা হাজং সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় হাজং সম্প্রদায়ের আলোর দিশারী অনুষ্ঠানের সভাপতি অন্তর হাজং বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির হাজং সম্প্রদায়ের তিনজন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আমরা গর্বিত। একটা সময় এই সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ কম ছিল। দিনে দিনে তারা আগ্রহী হয়ে উঠছে। আমরা চাই এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করে দেশের সেবায় নিয়োজিত হোক।

রাজেশ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর