সেনা সদস্য-বীর মুক্তিযোদ্ধার উপর উজিরপুরের সন্ত্রাসী হামলা

পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সুত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্ৰামের মৃত্য আবু তালেব মিয়ার ছেলে সাবেক সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আলম শরীফ (৭০) এর উপর একই এলাকার শিরাজ উদ্দিন মিয়ার ছেলে মজিবর মিয়া (৫০),

দেলোয়ার মিয়া (৪৫) মিলে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে মুড়িবাড়ী শেরেবাংলা বাজারের সামনে অতর্কিত ভাবে হামলা চালায়। স্হানীয়রা আহতকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

আহত বীর মুক্তিযোদ্ধা আলম শরীফ সার ও কীটনাশকের ডিলার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত’র পরিবার।

এ ব্যাপারে আহত বীর মুক্তিযোদ্ধা মো. আলম শরীফ জানান পূর্ব শত্রুতার জের ধরে ওই সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আমার সাথে থাকা ব্যবসায়ের ২ লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

অভিযুক্ত মজিবর রহমান মিয়ার মোবাইল ফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্হল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল/বার্তাবাজার/এম.এম

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর