ঘোড়াঘাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপ্রাদ্য ছিল ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজয়ান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন।
আলোচনা সভা শেষে একটি র‌্যালি পৌরসভা চত্ত্বর প্রদক্ষিণ করে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ পারভেজ, সংরক্ষিত নারী কাউন্সিলর রাহেনা পারভীন, মজিদা বেগম ও আয়েশা সিদ্দিকা সহ ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়ের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।

লোটাস/বার্তাবাজার/এইচ.এম.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর