কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন

কুয়াকাটার সৈকতে একটি মৃত শুশুক ডলফিন ভেসে এসেছে। ৫ ফুট দৈর্ঘ্যর ওই ডলফিনটি পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে গঙ্গামতি এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু।

তিনি জানান, ডলফিনটি কয়েক ঘন্টা আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। কারন ডলফিনটির রং এর পরিবর্তন হয়নি তবে পেট ফাটা রয়েছে আর মুখে জাল প্যাচানো রয়েছে। জালে মুখ আটকানোর কারনেই মারা গেছে বলে মনে হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর আগে চলতি বছর এ পর্যন্ত ১৮টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা টিম পাঠিয়ে মাটি দেয়ার ব্যবস্থা করছি।

মহিবুল্লাহ/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর