মহম্মদপুরে খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ

মাগুরার মহম্মদপুরে ‘যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-এ শ্লোগানকে সামনে রেখে মহম্মদপুরের সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত মহম্মদপুর ফুটবল একাদশের খেলোয়ারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলোয়ারদের মাঝে বল ও ১ সেট জার্সি প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ঈদুল শেখ প্রমুখ।

ছাত্রলীগ নেতা সৈকত বলেন বলেন, খেলাধুলার উন্নয়নে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে।

সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাছিন/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর