তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উজিরপুর দিন মজুরকে কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজিরা গ্ৰামের এক দিন মজুরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সুত্রে জানা যায়,বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্ৰামের আশ্রাব আলী বয়াতির ছেলে মামুন বয়াতি(৩৫) কে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই এলাকার আলতাফ বয়াতির ছেলে বাবুল বয়াতি (৫০), এনামুল বয়াতি (৪২),তালেব বয়াতির ছেলে সালাউদ্দিন বয়াতি (৪০) মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে।

এসময় ডাকচিৎকার করলে মামুনের স্ত্রী পারভীন বেগম (৩০), প্রতিবাদ করলে তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেছে। পরিবারের লোকজন মূমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। কোপের আঘাতে দিনমজুরের মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

আহত মামুন জানান, তার বাড়ির পাশের জমির মালিক কে, তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। এমনকি আমার স্ত্রী প্রতিবাদ করলে তাঁকেও পিটিয়ে আহত করে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। অভিযুক্ত এনামুলের মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর