ছাগল চুরির অভিযুক্ত সেই যুবলীগ নেতা বহিষ্কার

ছাগল চুরির ঘটনায় অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সেই হাবিবুল্লাহ হাবীবকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবলীগের স্থানীয় নেতা বর্গরা।

পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কার করা হলো।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবুলসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতা হাবীবুল্লাহসহ দুজনকে গণপিটুনি দিয়েছিল জনতা।

রোববার (২ অক্টোবর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া ছাগল মালিকের মেয়ে জানান, একটি আম বাগান থেকে তাদের ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল দুই যুবক। এ সময় তাদের ধরে পিটুনি দেয় জনগন।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর