ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে মাল্টার আবাদ, চলতি মৌসুমে প্রায় ২৭ কোটি টাকার মাল্টা উৎপাদনের প্রত্যাশা

ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে মাল্টার আবাদ হচ্ছে। লাভজনক হওয়ায় কৃষকরাও ঝুঁকছে মাল্টা চাষে। বাড়ছে নতুন-নতুন কৃষি উদ্যোক্তা। এতে প্রতি বছর জেলায় মাল্টা বাগানের সংখ্যাও বাড়ছে। চলতি বছর প্রায় ১৪১ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৬ হেক্টর বেশী। কৃষি বিভাগ আশা করছে এ বছর জেলায় প্রায় ২৪শ ৫০ মেঃ টন মাল্টা উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় ২৭ কোটি টাকা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম মাল্টার চাষ শুরু হয়। জেলার সবকটি উপজেলায় মাল্টার আবাদ হলেও বিজয়নগরে মাল্টা বাগানের সংখ্যা সবচেয়ে বেশী। শুধুমাত্র এই উপজেলায়ই এ বছর ৬৫ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার সিঙ্গারবিল, পাহাড়পুর ও বিষ্ণুপুর এ তিন ইউনিয়নে বাগানের সংখ্যা সবচেয়ে বেশী। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ছোট, বড় ও মাঝারি কৃষকদের চারা, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। ছোট বড় মিলিয়ে জেলায় প্রায় ১৯শ বাগান রয়েছে। লাভজনক হওয়ায় অনেকেই মাল্টা আবাদে ঝুঁকছে। জেলায়  বারি-১, বাউ-৩ ও থাই বারোমাসী জাতের মাল্টার  আবাদ হচ্ছে।

কয়েকজন বাগান মালিক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন বাগানের পরিধি বাড়ছে। এবার বাগান পরিচর্চা বাবদ খরচ বাদ দিয়েও তারা আশানুরুপ লাভবান হবে।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, বিজয়নগরে উৎপাদিত মাল্টা খেতে সুস্বাদু হওয়ায়, চাহিদা দিন দিন বাড়ছে। নতুন নতুন বাগান স্থাপনের ফলে মাল্টার আবাদ ও উৎপাদন আরও বাড়ছে। সব মিলিয়ে লাভবান হচ্ছেন চাষীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, মাল্টার আবাদকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এবারের মৌসুমে ২৭ কোটি টাকার মাল্টা উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাল্টার চাষ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে বলে জানান তিনি।

 

রাসেল/বার্তাবাজার/এইচ.এম.
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর