ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় এক যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে জনতা। পীরগঞ্জের পাশের উপজেলা রানীশংকৈলের নেকমরদ বাজারে রোববার দুপুরে গলপিটুনি দেওয়ার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই যুবলীগ নেতার নাম হাবীবুল্লাহ হাবীব।

তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। যুবলীগ নেতা হাবীবুল্লাহ হাবীব পৌর শহরের গুয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে বলে জানা গেছে।

এই বিষয়ে হাবীবুল্লাহ হাবীবের সহচর ছিলেন পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানির ছেলে মিরাজুল ইসলাম। তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আমবাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়লে তাদের গণপিটুনি দেয় জনতা।

এ বিষয়ে ছাগল মালিকের মেয়ে সুমাইয়া জানান, মহেশপুরের একটি আমবাগান থেকে তাদের একটি খাশি মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল পাঞ্জাবি পরা ওই দুই যুবক।

এ সময় এক প্রতিবেশীসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করে নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরে ফেলেন।

এ সময় উপস্থিত জনতা তাদের গণপিটুনি দিয়ে কান ধরে উঠবস করান। গণপিটুনির ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়; যুবলীগের সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর