গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারদন্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিন শ্রীপুরের সুমন হাওলাদারকে স্ত্রী হত্যার দায়ে
যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাইবান্ধার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা
জজ কে এম শহীদ আহমেদ আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই
রায় দেন।

অভিযোগে বলা হয়, ১১ বছর আগে সাদুল্যাপুরের দক্ষিন কাজীবাড়ি
সান্তোলা গ্রামের শামসুল আলম সরদারের মেয়ে রোজিনা আকতার রূম্পার
সাথে সুন্দরগঞ্জের দক্ষিন শ্রীপুরের টিপু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের
বিয়ে হয়। তাদের একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে সুমন নানা ভাবে
যৌতুকের জন্য চাপ দেয় । এ সময় থেকেই বেদম মারপিট শুরু হয় । রূম্পার
বিধবা মা রেজিয়া বেওয়া কিছু পূরণ করলেও পরবর্তীতে ২লাখ টাকার জন্য
চাপ বাড়তে থাকে। শশুরবাড়ির লোকজনও তাকে ইন্ধন দেয়। ২০১৭ সালের ২৮
নভেম্বর সুমনসহ অন্যরা তাকে মারপিট করে হত্যা করে মরদেহ এলাকার
নয়নসুখ খালে ফেলে রাখে। এই ঘটনায় সুমন হাওলাদারসহ ৬ জনকে
আসামী করে থানায় মামলা হয়। পুলিশ পরে সুমনকে অভিযুক্ত করে
চার্জশীট দেয় । দীর্ঘ শুনানীর পর আজ আসামীর উপস্থিতিতে এই রায়
ঘোষণা করা হয়।

সুমন/বার্তাবাজার/এইচ.এম.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর