সন্ত্রাসী হামলার শিকার উজিরপুর শোলক ইউনিয়নে বাবা ও ছেলে

বরিশালের উজিরপুর উপজেলার যুগিহাটী গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে বাবা ও ছেলে।  এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক গ্ৰামের নুরে আলম চোকদারের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মো. ফাহিম চোকদার(১৮)  কে দুই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় শোলক চোকদার বাড়ীর জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী যুগিহাটী গ্ৰামের আলাবক্স বালীর ছেলে বাপ্পী বালী(২২) ও ওই এলাকার অন্তু নামের এক যুবকসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে শিক্ষার্থী ফাহিম চোকদারের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকচিৎকার করলে তার বাবা ব্যবসায়ী মো. নুরে আলম চোকদার ঘটনাস্হল ছুটে এসে প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। স্হানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে শিক্ষার্থী ফাহিম গুরুতর আহত হয়। এ ব্যাপারে স্হানীয় মুদি মনোহারি ব্যবসায়ী মো. ডালিম হাওলাদার জানান ঘটনার পূর্বে ৪০/৫০জন অপরিচিত সন্ত্রাসী লাঠি শোঠা নিয়ে মোহড়া দেয় এবং কিছুক্ষণ পরে হামলা চালায়। আহত শিক্ষার্থীর বাবা নুরে আলম চোকদার বলেন , সন্ত্রাসী ও মাদকসেবী বাপ্পী বালী ১৫/২০জন ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের উপর হামলা চালায় এবং আমি বাঁধা দিতে গেলে আরো ক্ষিপ্ত হয়ে আমাকেও পিটিয়ে আহত করে আমার ব্যবসায়ের নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে  পাওয়া যায়নি। উজিরপুর মডেল  থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল/বার্তাবাজার/এইচ.এম.
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর