জামালপুরে অগ্নিকাণ্ডে কৃষকের বসত ঘর পুড়ে ছাই

জামালপুরের মেলান্দহ উপজেলায় বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে বসত-ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে‌।

গতকাল শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম বাগবাড়ী এলাকায় কৃষক মো. জাফর মন্ডলের (৫৬) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে পাঁচটার দিকে।

এ অগ্নিকান্ডের ঘটনায় রানী বেগম (৩৫) নামে একজন আহত হয়ে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন‌।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাড়ে ৪ টা দিকে জাফর মন্ডলের ছেলে মো মমিনের রুমে প্রথম বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত শুরু হয়। মুহূর্তের মধ্যেই জাফর মন্ডলের টিনশেড ঘর ও তার আরেক ছেলে বাছেদ মিয়া রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকার স্থানীয় লোকজন আগুন সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণ আনে।’

জাফর মন্ডল বলেন,’প্রথমে আমার ছেলে মমিনের রুমে আগুন লাগে। তারপরে আমার টিনশট করে আগুন লাগে। সাথে আমার আরেক ছেলের রুমে ও আগুন ধরে। আমার দুই ছেলের ৬টা রুম ও আমার একটি টিনশটঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমি কিছুই ঘর থেকে বের করতে পারিনি। আমার দেড় লাখ নগদ টাকা ও ধান মরিচ পুড়ে ছাই হয়ে গেছে। আমার দুই ছেলে ও আমার মিলে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।’

মমিন মিয়া বলেন,’ আমরা দুই ভাই কৃষি কাজ করতে খেতে গিয়েছিলাম। খেতে খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব পড়ে ছাই হয়ে গেছে। কারো কাছে ফায়ার সার্ভিসের ফোন নাম্বার ছিল না। পরে কে যেন ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিল। আগুন নেবার পর ফায়ার সার্ভিস কর্মীরা বাড়িতে এসেছিল।’

মমিনের স্ত্রী পিয়ারা বেগম বলেন,’আমি কাজ করতে ছিলাম হঠাৎ দেখি কারেন্টের তারের মধ্যে থেকে আগুন বের হইতাছে। আগুন দেখি আমি চিৎকার দেই। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।’

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন,’ অগ্নিকাণ্ডের ঘটনার শোনার পরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উপজেলা প্রশাসন থেকে ওই পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।’

ইমরান/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর