দুর্গাপুরে মিলন সংঘ দূর্গা মন্দিরের ৫০ বছর পূর্তিতে বস্ত্র বিতরণ

নেত্রকোনা দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার মিলন সংঘ দূর্গা মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) দুপুরে মিলন সংঘ দূর্গা মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র হিসেবে পুরুষদের মাঝে লুঙ্গি গেঞ্জি ও নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মিলন সংঘ দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক বাবুল সোম, কোষাধ্যক্ষ কমলেশ চক্রবর্ওী, সদস্য হীরেন কুমার দাস, জীবেশ সোম, ভরত বনিক, মন্টু দাস, হীরা দে, তনু চক্রবর্ওী।

১৯৭২ সালে এ মন্দির প্রতিষ্ঠিত হয়।

রাজেশ/বার্তাবাজার/এইচ.এম.

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর