জামালপুরে পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ সর্বত্র লাগামহীন ঘুষ-দুর্নীতির প্রতিবাদে এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

শনিবার (১ অক্টোবর) দুপুরে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন,আওয়ামীলীগ নেতা আমির হোসেন প্রমুখ।

এ প্রসঙ্গে বক্তারা বলেন, দালালের উৎপাতে জামালপুর পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ ঢুকতে পারেনা। ঘুষ ছাড়া মেলেনা পাসপোর্ট। তাছাড়া জেলার সরকারি দপ্তরের কোন অফিসেই ঘুষ ছাড়া ছাড়া কাজ হয়না। দালাল ও ঘুষ মুক্ত পাসপোর্ট অফিসসহ সকল অফিসে দুর্নীতি বন্ধ এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত করার দাবি জানান বক্তারা।

ইমরান/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর