রুশ ভূখণ্ডে যুক্ত হলো ইউক্রেনের চার অঞ্চল

গণভোটের রায়ের ভিত্তিতে ইউক্রেনে অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে রাখা বক্তব্যকালে তিনি এ ঘোষণা করেন।

পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝজিয়ার অন্তর্ভুক্তি ছিল মিলিয়ন মিলিয়ন মানুষের ইচ্ছা। পুতিনের বক্তব্যের সময় উচ্ছ্বসিত দর্শকরা তার প্রশংসা করেন। এর মধ্যে ইউক্রেনের চার অঞ্চলে মস্কো সমর্থিত নেতারাও ছিল।

দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়াকে যুক্ত করার ভোটকে অবৈধ বলছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা। রাশিয়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং এর ফলাফল অর্থহীন। মস্কো বলছে, স্থানীয় লোকদের ভোটের ভিত্তিতেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চল যুক্ত করা হয়েছে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর