আভাসে’র প্রকল্প অবহিতকরণ সভা

পটুয়াখালীর কলাপাড়ায় ’জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তাহীনতা এবং জীবিকা র্নিবাহে নারী নেতৃত্বের সমাধান’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের দরবার হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিধি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, ফ্রেন্ডশীপ বাংলাদেশের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সাইদুর রহমান প্রমুখ।

আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রকল্পের বিশদ বিবরণ তুলে ধরে বলেন, প্রকল্পের মাধ্যমে গৃহস্থলী খাদ্য নিরাপত্তাহীনতা ও জীবিকা নির্বাহে নারীদের নেতৃত্বে টেকসই কৃষি উৎপাদন, কৃষি বাজারে নারীদের টেকসই প্রবেশাধিকারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা মোকাবেলা, খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিকল্প অনুসস্থানে সহায়তা করা। প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে এ প্রকল্পের মোট সুবিধাভোগী হবে ৩ হাজার নারী। এরমধ্যে প্রত্যক সুবিধঅভোগী হল ৫শ’ নারী এবং পরোক্ষ সুবিধাবোগী হল ২
হাজার ৫শ’ নারী। এজন্য প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ৬০ লক্ষ ৪৩ হাজার ৭শ’ ৬ টাকা। যার প্রোগ্রাম বাজেট হল ৮৫ ভাগ আর অপারেশনাল বাজেট হল ১৫ ভাগ।

প্রধান অতিথি কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, গ্রামীন জনপদের নারীদের কৃষি নেতৃত্ব তৈরির এ উদ্যোগ প্রসংশনীয়। মাঠ পর্যায়ে সঠিক কর্ম পরিচর্যার মাধ্যমে প্রকল্প সফলতা পাবে আশা করি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারী উন্নয়ন সংস্থা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাহিদ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর