দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক, এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার স্মৃতিমঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহাসানের সভাপতিত্বে একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব খলিফা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা শিমু দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সামিউল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে।

রাজেশ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর