ঈশ্বরগঞ্জে দুই দোকানীকে ৮ হাজার টাকা অর্থদন্ড।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মূল্য তালিকা হালনাগাদ না করা ও ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে দুই মুদি দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই অর্থদন্ড করা হয়।

জানাযায় উপজেলার মাইজবাগ বাজারের তৌহিদ মিয়াকে মূল্য তালিকা না রাখায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি তৈয়ব আলী স্টোরে মূল্য তালিকা এবং ডিলিং লাইসেন্স না থাকায় তাকেও ৫ (পাঁচ)হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, মাইজবাগ বাজারের বিভিন্ন পণ্যের দাম তদারকি করা হয়েছে ও মূল তালিকা না টানিয়ে আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

রিপন/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর