জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারিকুল ইসলাম

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: তারিকুল ইসলাম। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রজ্ঞাপন অনুযায়ী তারিকুল ইসলাম নির্বাচিত হওয়ায় আজ ২৭ শে সেপ্টেম্বর দুপুর আড়াই ঘটিকায় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসএমসি ও সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে তারিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আরজুমানারা খাতুন-এঁর সভাপতিত্বে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসির সহ-সভাপতি সাহেব আলী, সদস্য মনিন্দ্র নাথ রায়, সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিন বসুনিয়া প্রমুখ।

এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য ফেরদৌস আলম, সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হযরত আলী, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাক, সহকারী শিক্ষক সোমা বেগম, সুমিতা রানী রায়, লুনা পারভীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

মিজান/বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর