দুর্গাপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনার দুর্গাপুরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। মেলা উপলক্ষে এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রশিক্ষণ করে। এ সময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার স্মৃতিমঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান।

বক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের প্রতিটি গ্রামগঞ্জ-পাড়ামহল্লায় এক ইঞ্চি জায়গায়ও খালি রাখা যাবে না। এসব জায়গায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করতে হবে।

কৃষি মেলা ২০২২ উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ১২ টি স্টল রয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।

রাজেশ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর