ইবি : মাত্র ৪ ঘন্টায় ১০০ বস্তা বর্জ্য পরিষ্কার

সকাল থেকে মুখে মাস্ক, হাতে গ্লাভস বেঁধে কতগুলো ছেলে-মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবর্জনা গুলো পরিষ্কার করছে। কেউ সেগুলো এক জায়গায় জড়ো করছেন, কেউ আবার বস্তায় ভরছেন। বেশভূষায় কাউকে ক্যাম্পাসের পরিচ্ছন্নতাকর্মী কিংবা ঝাড়ুদার মনে হয় না। একটু কাছে গিয়ে প্রশ্ন করতেই জানা গেল তারা ক্যাম্পাসের সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র সদস্য।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সদস্য বিভিন্ন দলে ভাগ হয়ে ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমে পড়েন। এসময় চার ঘণ্টার অভিযানে প্রায় ১০০ বস্তা আবর্জনা বস্তাবন্দী করেন তারা।

‘তারুণ্যে’র আশ্বাস, পরিচ্ছন্ন ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা, ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন অনুষদ ভবনের আশেপাশে, কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় মসজিদের আশপাশ, বিভিন্ন আবাসিক হল এলাকা জিয়া মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অর্ধদিনব্যাপী ক্যাম্পাসের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকমের পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, কেক, বিস্কুটের প্যাকেট, পিকনিক পরবর্তী ফেলে দেওয়া আবর্জনা পরিষ্কার করে বস্তা বন্দী করেন সংগঠনটি সদস্যরা। পরে সেগুলো ভ্যানে করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।

সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই বলেন, ক্যাম্পাসে সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব, পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখতে সবারই ভালো লাগে। ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন সংকটের ফলে আশেপাশে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ডাস্টবিন স্থাপন করার পদক্ষেপ কামনা করছি।

রাকিব/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর