চীনে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের

চীনে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রবিবার (১৮ সেপ্টেম্বর) এশিয়ার এই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনে এখন পর্যন্ত এটিই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে চীনের পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের গ্রামীণ এলাকায় একটি মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪৭ জন আরোহী ছিলেন। রাস্তায় চলার একপর্যায়ে বাসটি ‘এক পাশে উল্টে যায়’ এবং হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাকি ২০ জন আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। মূলত দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর বেশি আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এএফপি বলছে, চীনের কিয়ান্নান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি মূলত দরিদ্র, প্রত্যন্ত এবং গুইঝোউয়ের পাহাড়ী অংশ এবং এই এলাকায় বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বাস রয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর