পুলিশকে গুলি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার তিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তার ছেলে শিপন (৩০) ও তাদের সহযোগী শরীফুল।

সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে আসামি মনেক ও তার ছেলে শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। পরে এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দুদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সাথে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। এ সময় হামলাকারীদের গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তার ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর