রাজউক কর্মকর্তার ৬ বছরের কারাদণ্ড

অবৈধ উপায়ে সম্পদ অর্জন করার অপরাধে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজ অফিসার মো. আলী আজম মিয়াকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আলী আজম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে একটি ধারায় আজম মিয়াকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া আরেকটি ধারায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ অর্থ অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, আজম মিয়ার বিরুদ্ধে দুই ধারার সাজা একসঙ্গে চলবে। সেক্ষেত্রে আসামিকে ৫ বছর কারাভোগ করতে হবে।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদক এ মামলা করেন। পরের বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর