বঙ্গোপসাগরে ১৪ জেলে সহ দুটি মাছধরা ট্রলার ডুবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পাশ্ববর্তী অন্য একটি ট্রলার সকল জেলেদের উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহল ও সুজনের বাড়ি মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা।

তিনি জানান, আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার দুটি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জেলেরা ট্রলার দুটি উদ্ধার কাজ শুরু করেছে।

মহিবুল্লাহ/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর