পাকুন্দিয়ায় ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সনমানিয়া খান বাড়ীর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পে প্রায় ১২ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন। এ সময় তাদের মেডিকেল চেকআপ, ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষাসহ চিকিৎসা সেবা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিষ্ট্রার ডা. আলী আকবর খান রাকিব।

আরও ছিলেন,পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিবুল হক, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাবিবা সুলতানা, সেইফ স্পেশালাইজড ডেন্টাল ঢাকার ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল নোমান, ডেন্টাল সার্জন ডা. রুবাইয়াত শারমিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, এনজিও কর্মকর্তা আরমান আলী খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসা সেবা নিতে আসেন ১২শত রোগী।

হুমায়ুন/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর