সরিষাবাড়ীতে অবৈধ মজুদ রাখা ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখায় প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ নামে এক জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানায়, অধিক মুনাফা লাভের আশায় বাউসি বাজার এলাকায় অবৈধভাবে ৩ হাজার লিটার সয়াবিন তেল মুজদ রাখেন ব্যবসায়ী আব্দুর রশিদ। গোপন সংবাদে সরিষাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে বাউসি বাজার চিলন্ডেন হ্যাভেন স্কুল এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ১৪ টি তেলের ড্রামে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে।

মোস্তাক/বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর