সরিষাবাড়ীতে ধর্ষিতার পরিবারকে হুমকি; বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের গাড়াডোবা-মৌলভীবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিতার বাবা মিজানুর রহমান, মা ঝর্ণা বেগম, সাবেক ইউপি সদস্য রঞ্জু মিয়া, কালাম মাস্টার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকাপুর মৌলভীবাজার প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, পঞ্চাশি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া লোকনাথপুর গ্রামের কৃষক পরিবারের মেয়েকে একই গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫) কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কনক ওই শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন উত্যক্ত করতো।

এ ঘটনায় পারিবারিকভাবে সাবধান করা হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে বখাটে কনক ওই শিক্ষার্থীর বসতঘরের ভিটিতে সিঁধ কেটে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ধর্ষিতার বাবা থানায় মামলা করলেও ধর্ষক কনক আটক হয়নি। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, কিছুদিন আগে সে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিলো। তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন স্থানীয়রা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ধর্ষক কনককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

মোস্তাক/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর