ফের স্বর্ণালংকার ক্রেতাদের জন্য সুখবর

দেশে ক্রমান্নে টানা চার দফা বাড়ার পর অবশেষে বাজারে স্বর্ণের দাম কামানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বুধবার (১৭ আগস্ট) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৫৬ টাকা, যা এতদিন ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

এ ছাড়া স্বর্ণের দাম নিদার্রণে ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৩ টাকা। ১৮ ক্যারেটের ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ২৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্প‌তিবার (১৮ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর