ফ্ল্যাট পাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গারা!

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরি জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য দিল্লিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। বুধবার ( ১৭ আগস্ট) তিনি এই তথ্যটি জানান। একটি টুইট বার্তায় মন্ত্রী হরদিপ সিং পুরি বলেন, ভারত সবসময় শরণার্থীদের স্বাগত জানিয়েছে।ভারতে জাতিসংঘের জাতিসংঘ শরণার্থী কনভেনশন ১৯৫১কে সম্মান করে এবং অনুসরণ করে।

তিনি আরও বলেন, দেশটি জাতি, ধর্ম বা ধর্ম নির্বিশেষে সকলকে আশ্রয় দেয়। এ সময় রোহিঙ্গাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার কথাও জানান হরদিপ সিং পুরি। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর তারা ভারতে প্রবেশ করে। সূত্র: এনডিটিভি

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর