পাকুন্দিয়ায় পরিবেশ আইন অমান্য করায় একজনকে অর্থ ও বিনাশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় মোবাইল কোট পরিচালনা করে একজনকে অর্থ ও বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের পরিদর্শক নয়ন কুমার রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ টি রুলার মেশিন ও ৯০ পিস সীসাযুক্ত ব্যাটারি জব্দ করে একজনকে আটক করা হয়।

আটক মো জাফরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বামনকুরি গ্রামের মৃত ইজার আলীর ছেলে।

আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন বিক্রয় ইত্যাদির ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন ১৫(১) টেবিল ৪ (খ) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জব্দ ৩ টি রুলার মেশিন ও ৯০ পিস সীসাযুক্ত ব্যাটারি জব্দ করে পরিবেশের পরিদর্শক কাছে জিম্মা দেওয়া ও বিলিবিন্দেজ এর নির্দেশ দেওয়া হয়।

হুমায়ুন/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর