সাতক্ষীরার সখিপুরে ট্রাক চাপায় আখ ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার সখিপুরে বালুর ট্রাকের চাপায় আখ ব্যবসায়ী চার সন্তানের জনক আবুল কালাম(৪৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম আখ তুলতে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে আসেন। বাড়ি থেকে সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পিছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা খুলনা মেট্রো -ট-১১-২১৩১ নাম্বারের একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা দেখে ট্রাক চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য যে, চলতিত বছরের ২৮ মে তার ভাই আব্দুল লতিফ মৎস্যঘেরে অবস্থান কালে বজ্রপাতে তার মৃত্যু হয়। কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের ২ পুত্র সন্তান নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরাদেহ বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল/বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর