কক্সবাজার শহরে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শহররের বড় বাজারে কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আনসার ব্যাটালিয়ান-১৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, চলমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বড় বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় হক এন্ড ব্রাদার্সকে টিসিবি ও রোহিঙ্গা পণ্য বিক্রয়ের অভিযোগে ৫০ হাজার, অধিক মূল্যে চাউল বিক্রি করার অপরাধে মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার ও বাঘা স্টোরকে অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্যে টেম্পারিং ও মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন মেনে পণ্যের মূল্য বেশি না রাখা এবং অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর