সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা উপক‚লে অন্তঃসত্ত্বা গৃহবধু আসরাফুন্নেছা হত্যাকারীদের শাস্তির দাবিতে সহশ্রাধিক উপক‚ লবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাষ্টার জিএম রুহুল কুদ্দুস। গৃহবধু হত্যার পরে (২৪ মে) হত্যায় ব্যাবহৃত কুড়ালসহ জনগনের কাছে ধৃত স্বামী শফিকুল ও গৃহবধু আসরাফুনের সতীন ফুলমতি’র ফাসিঁর দাবিতে মানববন্ধন ও সমাবেশ থেকে শ্লোগান দেয় সহশ্রাধিক নারী পুরুষ।

সমাবেশে বক্তব্য রাখেন, আজগর শেখ, রেজাউল গাজী, সিরাজুল ইসলাম, লিটন গাজী, রাশেদুল গাজী, মোকছেদ গাজী, শাহাজুদ্দিন মোড়ল, রহমত আলী গাজী, আবুল গাজী, মহিবুল্লাহ, ইমরান হোসেন, মর্জিনা খাতুন, ফরিদা খাতুন প্রমুখ।

স্বামী শফিকুল ও গৃহবধু আসরাফুনের সতীন ফুলমতি বর্তমানে সাতক্ষীরা কারাগারে আছে। তাদেরকে দ্রুত শাস্তির দাবি জানান এলাকার সর্বস্তরের মানুষ।

খায়রুল/বার্তাবাজার/এম.এম 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর