শ্রীপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দুপুরে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুবলীগ নেতা আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অনেকে।

স্থানীয় নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভা শেষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, শ্রীপুর সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবক ও যুব মহিলাদের মাঝে চেক বিতরণ, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মদন কুমার রায় প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

তাছিন/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর