দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নানা আয়োজন

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে কালচারাল একাডেমী হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়। একাডেমি হলরুমে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ প্রতিরোধযোদ্ধাদের সাহসী ভূমিকা নিয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।

একাডেমি নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রতিরোধযোদ্ধা পরিষদের সভাপতি গিলবার্ট চিছাম, সাধারন সম্পাদক সুজিত দ্রং, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র সাহা, বৃহত্তর ময়মনসিংহের আইনজীবী সাংবাদিক ফোরামের সভাপতি এড. প্রবীর মজুমদার চন্দন।

আরও বক্তব্য রাখেন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া,সুপ্রিম কোর্টের আইনজীবি সজয় চক্রবর্ওী প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন, ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাজেশ/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর