শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে এমপির সমাবেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ বন্ধ দিয়ে সমাবেশ করেছেন স্থানীয় এমপি আ স ম ফিরোজ। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এমপির সমাবেশের কারণে ক্লাস হয়নি কয়েক‘শ শিক্ষার্থীর।

এছাড়াও সমাবেশে যোগ দিতে ২-৩টি ক্লাস নেওয়ার পর ছুটি দেওয়া হয় কাছিপাড়া ইউনিয়নের আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কাছিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, আনারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব কাছিপাড়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসব বিদ্যালয়ের প্রধানসহ সব শিক্ষক এমপির ওই সমাবেশে যোগ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সমাবেশে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, তাদের নির্ধারিত সময়ে এমপির সমাবেশে যোগ দেওয়ার জন্য কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্দেশ দেন। যে কারণে অনিচ্ছা সত্ত্বেও বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে সমাবেশে যোগ দিয়েছেন।

আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, দুই বিষয়ে ক্লাস নেওয়ার পর তাদের বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে এমপি আ স ম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করেছেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর