সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে পর্যটক সহ হাজারো মানুষ

পটুয়াখালীর মহিপুরে সেতু ভেঙ্গে খালে পড়ায় ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ। বৃহষ্পতিবার রাতে লতাচাপলী ইউনিয়নের বড়হর পাড়া খালের উপর নির্মিত সেতুটি দিয়ে সার বোঝাই একটি থ্রীহুইলার পাড়াপাড়ের সময় সেতুটি বিকট শব্দে ভেঙ্গে পরে।

এতে যানবাহন চলাচলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পরেছে কুয়াকাটার পর্যটকসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।

ভুক্তভোগী এলাবাসীর দাবী, ২০০৯ সালে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করলেও দীর্ঘদীন ধরে সংস্কার কাজ না করায় তা অনেটাই ঝুকিপূর্ণ ছিল। বর্তমানে ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুকি নিয়ে পাড়াপাড় করছে হ্জাার হাজার সাধারণ মানুষ।

মহিবুল্লাহ/বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর